সাংবাদিক মোনায়েম খান পেশাদারিত্বের উজ্জল নক্ষত্রঃ
সাংবাদিক মোনায়েম খান পেশাদারিত্বের উজ্জল নক্ষত্রঃ ভোরের কুয়াশায় দিনের শুরু, গোধূলির নিস্তব্ধতায় ক্লান্তিময় দিনের শেষ। পড়ন্ত বিকেলে যখন চায়ের কাপে চোখ যায়, ভেসে ওঠে তোমার শান্ত স্নিগ্ধ মুখাবয়ব। তোমার সান্নিধ্যে পেয়েছিলাম লেখার অনুপ্রেরণা কিন্তু আজ গোধূলির নিস্তব্ধতা লেখা আর হয় না। তোমাকে নিয়ে যখনই ভাবি, দৃশ্য মনে হয়, এক হাতে কলম আর এক হাতে, সমাজ পরিবর্তনের ব্রতী।...