নরসিংদীতে কবি আবু আসাদ এর ৯ম মৃত্যু বার্ষিকী পালিত
নরসিংদী প্রতিনিধি: প্রয়াত কবি ও ছড়াকার আবু আসাদ এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জানুয়ারী নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আবু আসাদ স্মৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও আবু আসাদ স্মৃতি পরিষদের সভাপতি মোঃ জয়নুল আবেদীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর শাহ, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার এ কে এম শাজাহান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোতাহার হোসেন অনিক, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, সহ সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, শিক্ষক সাংবাদিক হলধর দাস, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, মাহমুদুল হাসান, কাজী আবদুল হামিদ প্রমূখ।
তার জীবনের প্রথম ছড়া “ অতীতের স্মৃতি ” এর কয়েকটি লাইন এরকম—
অতীতের কথা
মনে জাগে ব্যথা
খেলছি কতো খেলা
কাটিয়ে সারা বেলা
ঘর বেঁধেছি তাল পাতার
ভাত রেঁধেছি বালুর
শাক রেঁধেছি ছোট্ট কচি
সবুজ পাতায় আলুর
সবাই হতাম ছাত্র
শিক্ষক একজন মাত্র
পড়া শেখা না হলে ঠিক
বেত মেরেছি কানে
কান্না শুনে মাতা এসে
বলতো কি এর মানে।