পিনাকল স্কুলের অনলাইন পরীক্ষার ফলাফল ও সার্টিফিকেট বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৩১ ডিসেম্বর-২০২০ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার স্কুলের ক্যাম্পাসে
অনলাইন পরীক্ষার ফলাফল ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ সোলাইমান খান মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহের নিগার সুচনা, জজ,অর্থ আদালত, ঢাকা, ড. মুর্শিদ আলম, সহযোগি অধ্যাপক, ইসলামীয়া বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ড.আবু মোঃ আজমল মোর্শেদ সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, বুটেক্স, অনিতা পাল, সহকারী শিক্ষা কর্মকর্তা, নরসিংদী সদর, ড. মোঃ মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান, প্রেসিডেন্সি কলেজ, নরসিংদী, ইফাত জাহান হিরা, অর্থ সম্পাদক, পিনাকল শিক্ষা পরিবার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিন, অধ্যক্ষ, পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ। জানা যায়, দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
এতে স্কুলের ছাত্র/ছাত্রীদের অনলাইন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং দ্বিতীয় পর্বে আভ্যন্তরীন শিক্ষদের মাসব্যাপী প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করে মধ্যাহ্ন ভোজের পর পর সকলের জন্য স্বাস্থ্য বিধি মেনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।