“হাতিয়া মানব কল্যাণ ফোরামের” শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
খুলনা জেলা প্রতিনিধিঃ হাতিয়ার সেচ্ছাসেবী সংগঠন হাতিয়া মানব কল্যাণ ফোরাম এর অসহায় লোকদের মাঝে কম্বল বিতরণ করেন। এবছর সংগঠনটি ১৩৬টি অসহায় পরিবারকে বাড়িতে বাড়িতে গিয়ে শীতকালীন কম্বল বিতরণ করেন। এতে ১৩১জন মুসলিম পরিবার ও ৫টি হিন্দু পরিবারের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।
এসময়, উপস্থিত ছিলেন “মানব কল্যাণ ফোরাম” এর প্রধান উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থায়ী কমিটির সদস্য, কার্যকরি কমিটির সদস্য ও ফোরামের অন্যান্য সদস্যরা। কম্বল পেয়ে শীতার্ত জনগন মানব কল্যাণ ফোরামের জন্য দোয়া করেন।
জানা যায়, এই সংগঠনটি ২০১৭ সাল থেকে সামাজিক ও মানবিক কাজ করছে। এছাড়াও প্রতিবার ঈদ সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ, খেলাধুলা সহ কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে। উদিয়মান সংগঠনের উপদেষ্টা বলেন, সংগঠনটির পিছনে তরুণদের অবদান অনেক বেশি। তরুণরা ছাত্র বয়সে মানবিক কাজে সহযোগিতা করে সংগঠনকে আরো গতিশীল করছে।