বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি :
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে যৌথ আয়োজনে মানববন্ধন করেছে বাগেরহাট, বাগেরহাট-রুপসা, রুপসা – বাগেরহাট মহিষপুরা-খুলনা, পিরোজপুর জেলা আন্ত জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক ও শ্রমিক সমিতি।
শনিবার (১৯ডিসেম্বর) সকালে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঘন্টাব্যাপী মাবনববন্ধন বক্তব্য রাখেন, বাগেরহাট আন্ত জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক ও শ্রমিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট-রুপসা আন্ত জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক ও শ্রমিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মুখার্জী, সাধারন সম্পাদক নকীব নজিবুল হক নজু, সহ-
সভাপতি মোল্লা আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ কমলেশ দাশ, মহিষপুরা আন্ত জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক ও শ্রমিক সমিতি সভাপতি শেখ মাসুদুর রহমান, হিষপুরা খুলনা আন্ত জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক ও শ্রমিক সমিতির সভাপতি সহদেব দাশ, কোষাধ্যক্ষ স্বপন কুমার দাশ, বাগেরহাট জেলা শ্রমিক ইউনিয়ানের সহ- সভাপতি আসলাম বিশ্বাস লিটু, মাসুম মোল্লা প্রমুখ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, একাত্তরের বিরোধী শক্তি, যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তাদের প্রেতাত্মারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে এবং রাতের অন্ধকারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর করেছে। যদি আর কোনো জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য কেউ ভাঙার চেষ্টা করে, আমরা বসে থাকব না। তার উপযুক্ত দাঁতভাঙা জবাব দেব। শেখ মুজিবুরের সোনার বাংলায় মৌলবাদ ও জঙ্গিবাদের স্থান নেই।