বাগেরহাটে হাম-রুবেলা’র টিকা দান কর্মসূচির শুভ উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধি :
শিশু মৃত্যুর হার রোধে বাগেরহাটে হাম-রুবেলার টিকা প্রদানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা পাটরপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
সদর উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকশির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকশি, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান, রিজিয়া পারভীন, খান রেজাউল ইসলাম ,সদ্য মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কোভিড-19 মহামারীর মধ্যে যখন এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন অনেকটাই চ্যালেঞ্জ সেখানে সরকারের গৃহিত হাম-রুবেলা টিাকাদান কার্যক্রম শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে বলে বক্তারা বলেন।
৬ সপ্তাহ ব্যাপি এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের হাম-রুবেলা’র টিকা দেয়া হবে।