“আমাদের নরসিংদী সরকারি কলেজ” অনলাইন গ্রুপের ১ বছরপূর্তি অনুষ্ঠান
এম.এ.সালাম রানা, নরসিংদী :
আপনাদের আন্তরিক ভালবাসায় আমরা সকলের কাছে পৌঁছাতে চাই” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় ওয়েস্টার রেষ্টোরেন্ট, জেল খানা মোড় নরসিংদীতে আমাদের নরসিংদী সরকারী কলেজ অনলাইন গ্রুপ এরঁ করোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে ১ম বছর পুর্তি উৎসব -২০২০ পালন করা হয়।
অনুষ্ঠান শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধা, সদ্য প্রয়াত আলহাজ্ব মাওলানা তারেক আহাম্মেদ তারেক, সাবেক ভিপি ন,স কলেজ ও সকল মরহুম ছাত্র-ছাত্রী, শিক্ষকদের শ্রদ্ধার স্মরণে সকলে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা সহ সকলের বিদেহী আত্মার মাগফের কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের নরসিংদী সরকারী কলেজ অনলাইন গ্রুপ এরঁ চিফ এডমিন ফারুক আহমেদ। আরও উপস্থিত ছিলেন গ্রুপ এডমিন মাহবুবুল হক মিঠু,এডমিন মাজহার স্বপন,এডমিন মাহবুব হোসেন মিঠু, এডমিন মোঃ নাসের, এডমিন সাইফুল ইসলাম, এডমিন খন্দকার নিগার সুলতানা লিমু, এডমিন জেমি চৌধুরী, এডমিন,সাহিদা আক্তার কুসুম, প্রিএপরোভ সদস্য কাজী জহিরুল ইসলাম খোকন, সদস্য আব্দুর রুউফ সরকার এবং গ্রুপ সদস্য ও সর্বকালের শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেন প্রমুখ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, শীতের মাঝে গরীর ও অসহায় মানুষদের মাঝে অতি শ্রীঘ্রই এডমিন প্যানেলের সিদ্ধান্ত মোতাবেক শীতবস্ত্র বিতরণ করা হবে। এডমিন মাজহার স্বপন বলেন , কলেজের বর্তমান ছাত্র-ছাত্রী শিক্ষকদের মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।
ফেইজবুক অনলাইন গ্রুপ এঁর ১ম বছর পুর্তিতে এডমিন প্যানেলের সকল সদস্য এবং গ্রুপের সকল সম্মানিত সাধারন সদস্যদের শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠানটি নান্দনিক সঞ্চালনা করেন, এডঃ খন্দকার হালিম( এ,পিপি ) ও এডমিন, আমাদের নরসিংদী সরকারী কলেজ গ্রুপ।