নরসিংদীতে বনপা’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদী আইডিয়াল হাইস্কুলের কনফারেন্স রুমে কেক কেটে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে নরসিংদী জেলা শাখা।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মশিউর রহমান মৃধা, অধ্যক্ষ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ, সভাপতিত্ব করেন BONPA নরসিংদী জেলা শাখার আহবায়ক মনজিল এ মিল্লাত, প্রকাশক ও সম্পাদক আজকের খোঁজখবর এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনপা’র নরসিংদী জেলা শাখার সদস্য সচিব মোঃ সফিকুল ইসলাম প্রধান সহ উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি আসাদুজ্জামান খোকন, মোতাহার হোসেন অনিক, চেয়ারম্যান, নবধারা শিক্ষা পরিবার, তপন কুমার আচার্য্য, সাধারণ সম্পাদক, বাশিস, নরসিংদী সদর, দিপক সাহা, সাবেক সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ, হলধর দাস, প্রকাশক ও সম্পাদক, ডেইলী নরসিংদী ডটকম, মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রকাশক ও সম্পাদক দৈনিক সময়ের মুক্তচিন্তা
রায়ানা সরকার, অধ্যক্ষ, শিউলীবাগ বিদ্যাপীঠ,
সরকার ছগির আহম্মদ, লেখক ও কলামিস্ট, মোঃ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক উপজেলা মোড় ব্যবসায়ী সমিতি, নরসিংদী আবুল হাসান, মোঃ জসিম উদ্দিন সরকার,সহ সম্পাদক বিডি অনুসন্ধান, তারিফ খন্দকার, প্রতিনিধি, দৈনিক রূপালী বার্তা, মোঃ মাহবুব আলম, সম্পাদক,তারুন্য টিভি, মোঃ ছাদিকুর রহমান, প্রতিনিধি, গ্রামাণ খবর, রিয়াজুল ইসলাম সরকার, প্রতিনিধি, দৈনিক আমার সময়, , মোঃ রুস্তম আলী, সভাপতি, নাসিব, নরসিংদী জেলা শাখা।
মোঃ সাখাওয়াত হোসেন, প্রতিনিধি, দৈনিক সময় নিউজ, মোঃ মাহবুব হোসেন, প্রতিনিধি, সংবাদ ডটনেট, মোঃ আতিকুর রহমান, প্রতিনিধি, দৈনিক সময় নিউজ, কাজী জহিরুল খোকন, মোহাম্দ হাসান, মোস্তাক আহমেদ,পরিচালক, থ্রি ফিংগারস একাডেমি নরসিংদী শাখা প্রমূখ।