২১আগস্ট গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকর করার দাবি: নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ
নিজস্ব প্রতিবেদকঃ ২১ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ডার বীর মক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, সভাপতি, সেক্টর কমান্ডারস ফোরাম’ ৭১, নরসিংদী, বীর মুক্তিযোদ্ধা, আবদুল হাকিম, ডেপুটি কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সবুর আলী মিয়া, সহকারী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আরমান মিয়া, সহকারী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ডেপুটি কমান্ডার,
বীর মুক্তিযোদ্ধা মোঃ তমিজ উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়া, সহকারী থানা কমান্ডার সহ মুক্তিযোদ্ধা সন্তানদের জেলা কমিটির সভাপতি ওসমান প্রধান, সদস্য মোঃ ফিরোজ মিয়া, মোঃ ইলিয়াছ, মোঃ সাত্তার প্রমুখ। এসময় প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, সারা দেশে মুক্তিযোদ্ধারা আজ সোচ্চার, গর্জে উঠো বাঙালী ৭১ এর চেতনায়।
২১আগস্ট গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন দেশে এ রায় কে কুক্ষিগত করার জন্য এক শ্রেণির কুচক্রী মহল মরিয়া পড়েছে। আমাদের কে সাবধান থাকতে হবে। কোন অবস্থাতে বঙ্গবন্ধুর খুনি এবং ২১ গ্রেনেড হামলায় জড়িত কোন আসামি এ দেশের বিচারিক কাজ থেকে মুক্তি না পায়।