খুলনাতে ১৫ আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল,আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
খুলনা জেলা প্রতিনিধি। জয়নাল আবেদীনঃ
খুলনাতে ২০ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার বিকাল ৪টায় আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ক্রীড়া চক্র ৩১ নং ওয়ার্ডের আয়োজনে খুলনা খান জাহান আলী সেতু সংলগ্ন মাঠে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, দোয়া মাহফিল, মসজিদে আর্থিক অনুদান প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মেয়র,খুলনা সিটি কর্পোরেশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ডি এ মোঃ বাবুল রানা, সাধারণ সম্পাদক, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা। এছাড়াও উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি মোঃ আরিফুর রহমান সহ দলীয় অংঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খুলনা সিটি কর্পোরেশনের সকল অবকাঠামো আওয়ামীলীগ সরকারের আমলে ব্যাপক পরিবর্তন এসেছে। এই সরকারের আমলে সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশী উন্নয়ন সাধিত হয়েছে। যা কোন সরকারের আমলে হয়নি। জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মসজিদের জন্য আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, আজ বাঙালী জাতি শোকে শোকাভিভূত। বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।