বাগেরহাট শরণখোলায় ৭ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু।
সাফিয়া আক্তার। শরনখোলা,বাগেরহাট প্রতিনিধিঃ
শরনখোলা উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের (LGSP) প্রকল্পের মাধ্যমে ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে শুক্রবার (১৭ই জুলাই )থেকে ২৩ শে জুলাই পর্যন্ত ৭ দিন ব্যাপী রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ প্রশিক্ষন শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার জনাব সরদার মোস্তফা শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরনখোলা থানার অফিসার ইনচার্জ জনাব এসকে আব্দুল্লাহ আল সাইদ,সাবেক ফুটবলার ও শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জনাব এম সাইফুল ইসলাম খোকন, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি বাবু অমিত রায়, ইউপি সদস্য জনাব কাওসার আহম্মেদ ও আকলিমা আক্তার প্রমূখ।