অনলাইন ডান্স কম্পিটিশন “স্বপ্ন সিঁড়ি ২০২০” এ দুই বোনের সাফল্য …..
তোফাজ্জল হোসেন। বিশেষ প্রতিনিধিঃ মতিঝিল অর্কিড লিও ক্লাব কর্তৃক আয়োজিত ও জেরসল্যাব নিবেদিত অনলাইন নৃত্য প্রতিযোগিতা “স্বপ্ন সিঁড়ি ২০২০” এ গত ৩০ এপ্রিল প্রিন্তি ও পূর্বা দুই বোন অংশগ্রহণ করে। ভারত ও বাংলাদেশ সহ সর্বমোট ২৫০ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করে।
১২ জন বিচারক বিচারকার্য সম্পন্ন করে ৭ মে ২০২০ রাত ১০:৩০ মি. অনলাইনে তাদের প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন। উক্ত প্রতিযোগিতায় আমাদের নরসিংদীর প্রিন্তি performer of the round হয় এবং তার ছোট বোন পূর্বাও তার সাথে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়।
উল্লেখ্য যে নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনে নৃত্য বিষয়ে আলোচনা উঠলে প্রিন্তির নামটাই প্রথমে চলে আসে। ইতিপূর্বে প্রিন্তি দুইবার স্বর্ণপদক সহ ৮ বার নৃত্যে জাতীয় পুরস্কার পেয়েছে। নৃত্য বিষয়ে থাইল্যান্ড সফর করেছে। সেখানে ১৫ দিন থেকে বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের কৃষ্টি ও কালচার নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তোলে এবং ওই দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে।তার ছোট বোন পূর্বা ও উদীয়মান জাতীয় নৃত্যশিল্পী।
তারা দুই বোন পরবর্তী রাউন্ডে যেন আরো ভালো performance করতে পারে সেজন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছে।