খসরুপুর প্রিমিয়ার লীগ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত
শেখ সাহেদ মিয়াঃ মৌলভীবাজার প্রতিনিধিঃ
ওসমানী নগর উপজেলার সাদিপুর ইউনিয়নের অনুষ্ঠিত হয়ে গেল খসরুপুর প্রিমিয়ার লীগ ১০ম আসর ২০২০ইং মেগা ফাইনাল।

খছরুপুর কে.পি.এল এর উদ্যোগে প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়নের সদস্য এসাম উদ্দিনের সভাপতিত্ব ও এমদাদ আহমেদ এর পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রব।
আরোও উপস্থিত ছিলেন আজিজুর রহমান মেম্বার,দেলোয়ার হোসেন,ও কে.পি.এল কমিটির সদস্য বেলাল আহমেদ,জিয়াউর রহমান, এখলাছুর রহমান, সুমন বক্স, সাখাওয়াতমিয়া, জুবায়ের, শিবলু, সামছুল, জুনেদ,ইমরান, প্রমুখ।
মেঘা ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আই. এফ. টি.এন.স্পোর্টিং ক্লাব বনাম ধরখাঁ স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন হয় ধরখাঁ স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয় আই.এফ টি.এন.স্পোর্টিং ক্লাব।